Search
Generic filters

দুৰ্বলতাগুলি কখন খসে পড়ে?

দুৰ্বলতাগুলির প্রতি আমাদের অনুরাগ থাকে, তাদের আদর করি, যত্ন করে পুষে রাখি, তাই তাে তারা ঠাই পায়, আমি সেগুলিকে অশ্রয় না দিলে, সেগুলিকে না চাইলে, তারা আমাতে টেকে কি করে? ওগুলির প্রতি যখন একটা ঘৃণা ও আক্রোশ আসে, তার কাছে আত্মসমর্পণ করতে অপমান বােধ হয়, তখন বােঝা যায় যে সত্যিই আমি তা চাই না। তবে শুধু নেতিবাচকভাবে ওগুলির হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় ওতে আরও আবদ্ধ করে তােলে। ওই সম্বেগ নিয়ে দুর্বলতার মুহূর্তে ইষ্ট ও সৎ-এ নিজেকে বাস্তবভাবে নিয়ােজিত করতে হয় হাতে-কলমে; শরীর ও মনকে এতখানি ব্যাপৃত করে তােলা চাই, যাতে অন্য দিকে নজর দেবার অবকাশই না থাকে। এমনি করতে-তে ওগুলি খসে পড়ে।