Search
Generic filters

প্রবৃত্তি-অভিভূতির কবলে পড়লে কি হয়?

প্রায় লােকই প্রবৃত্তির ঘােরে চলে, তাই বিশ বছর যার সঙ্গে একসঙ্গে একঘরে থাকে, তারও বৈশিষ্ট্যটা হয়তাে বােঝে না। এই না-বােঝার দরুন কত ঠোকাঠুকি বাধায়, আবার শুধু মাথার বুঝ হলেই যে হয় তা নয়। প্রবৃত্তি-অভিভূতির কবলে যখন আমরা পড়ে যাই তখন কোথায় কার সঙ্গে কী ব্যবহার সমীচীন-তা জানা সত্ত্বেও আচরণে ফুটিয়ে তুলতে পারি না। তাই একটু বুদ্ধিমান লােক যারা তারা সর্বক্ষণ ইষ্টরত হয়ে প্রবৃত্তি-অভিভূতির মুঠুম-হাত উপরে থাকতে চেষ্টা করে।