Search
ভক্তের মনের ভাব কেমন হয়?
তিনি আমার সব করবেন, এটা ভক্তির অন্তরায়। ভক্তের মনের ভাব- আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমিই তাঁর কষ্টের লাঘব করব,তাঁর ভার বহন করব, তাকে সােয়াস্তি দেব, তাঁর দায়িত্ব মাথা পেতে নেব, তাঁর ইচ্ছা পূরণ করব। এই আগ্রহ-উন্মাদনার ভিতর দিয়েই তার শক্তি বেড়ে ওঠে, সে অসম্ভবকে সম্ভব করে ফেলে প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে, আর সহস্র মুখে তার গুণগান করে। তা না করে গুরুর কাছে যারা ‘দেহি’ ‘দেহি’ করে, স্বার্থ-প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘােরে, তাদের শক্তি খর্ব হয়ে যায়, তারা শান্তি পায় না, অভাবও মেটে না তাদের।