About Us
If you want to learn more about us, you’re in the right place. Read to learn how we managed & grow our Life
Our philosophy
True to its catch-line, “The root of being and becoming”, Dhrmakatha primarily seeks to bring together – on an always-open on-line platform – scattered individuals, from varied faiths and beliefs but all with a common interest in being and becoming and in Sri Sri Thakur’s life and ideology, through imbibing a healthy culture of constant cerebral exercise over Dharma and the divine incarnations of Dharma, the Prophets. Rich audio-visual content on Thakur’s life and ideology, on past Prophets, on Dharma, on various burning issues of modern life and the issues relating to being and becoming of humanity, being meticulously created by devotees and eminent scholars and personalities, is continuously fed live on the Dharmakatha YouTube Chanel. We at Dharmakatha are committed to propagating the ideology of the Prophet of the age, Sri Sri Thakur Anukulchandra, in an undistorted form on the audio-visual platform.
‘ধর্মকথা’র মর্মকথাটি হ’ল জীবন ও বর্ধনের মূলসুত্র। তার সঙ্গে সঙ্গতি রেখে ধর্মকথা অস্তিত্বচারী এবং শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও জীবনবেদ সম্পর্কে আগ্রহী সকল মানুষকে একটি মঞ্চে সমবেত করতে এই প্রয়াস। ধর্ম মানে কিন্তু সম্প্রদায় নয়, তাই যে কোন মতবাদে বিশ্বাসী বা সম্প্রদায়ভুক্ত মানুষই এখানে স্বাধীন ও নির্বিরোধ ভাবে একাত্ম হতে পারেন। এখানে ধর্ম এবং ধর্ম যা্ঁদের জীবনে মূর্ত হয়েছে সেই সকল পুরুষোত্তমগণের জীবন ও বানীর নিয়মিত অনুশীলন, গবেষণা ও চর্চা করা হয়।
ধর্মকথা, এই YouTube চ্যানেলে, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভাগবত জীবন এবং ধর্মদর্শন, পূর্ববর্তী পুরুষোত্তমগণ, ধর্ম, আধুনিক জীবনের বিভিন্ন সমস্যা এবং মানুষের জীবন-বৃদ্ধি সংক্রান্ত সকল বিষয়ের উপরে বিশিষ্ট ব্যক্তিদের আলোচনার অডিও-ভিসুয়াল অনুষ্ঠানের রেকডিং এবং লাইভ সম্প্রচার করা হয়। শ্রীশ্রীঠাকুরের ভাবধারার অবিকৃত প্রচার এবং তার বাস্তব অনুশীলনের মধ্যে দিয়ে আদর্শ চরিত্র গঠন ধর্মকথার লক্ষ্য।