Search
ইষ্টে টান থাকলে কি হয়, না থাকলে কি হয়?
আপুরয়মাণ ইষ্টে কারাে যদি প্রকৃত টান জন্মে, এবং তাই নিয়ে যদি সে বিগত হয় তবে সে মহান জীবন লাভ করবেই। আবার, এ জীবনে সে যতই হােমরা-চোমরা হােক না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তিই যদি তার জীবনের নিয়ামক হয়, তবে ঐ বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে তাতে সন্দেহ কমই।