সুখ-দুঃখ কি ভগবানই আমাদের দেন?
ভগবান মানুষকে সুখও দেন না, দুঃখও দেন না। মানুষ যেমন করে, যেমন চায়, তেমনি পায়। দুঃখ যাতে পেতে হয়, তেমনভাবে চলে মানুষ মুখে-মুখে যদি সুখ চায় এবং সুখ না পাওয়ার…
ভগবান মানুষকে সুখও দেন না, দুঃখও দেন না। মানুষ যেমন করে, যেমন চায়, তেমনি পায়। দুঃখ যাতে পেতে হয়, তেমনভাবে চলে মানুষ মুখে-মুখে যদি সুখ চায় এবং সুখ না পাওয়ার…
'দেবতা' এসেছে দিব্-ধাতু থেকে। তার মানে প্রকাশ। এক-এক গুণের অভিব্যক্তি এক-এক দেব-দেবী।
ইষ্ট না থাকলে মানুষের ইন্দ্রিয়গুলিও weak ( দুর্ব্বল ) ও sub-normal ( স্বাভাবিক অপেক্ষা ন্যূন ) হ'য়ে পড়ে, তাই খাওয়া-দাওয়াই হাে'ক বা sexual life ( যৌনজীবন )-ই হাে'ক—কোনটাই properly (…
স্বর্গ মানে উত্তমে যাওয়া, উত্তমে থাকা, নরক মানে ক্ষয়-এ থাকা। যারা সৎ চলনে চলে তারা দরিদ্র হ'য়েও অন্তরে স্বর্গসুখ ভোগ করতে পারে। আসুরিক বুদ্ধি যাদের, তারা ভোগসুখের মধ্যে থেকেও অন্তরে…
ব্রাহ্মণত্ব লাভ মানে ব্রহ্মসাক্ষাৎকার- বৃদ্ধিসাক্ষাৎকার- কারণ সাক্ষাৎকার, কিসে কি হয় অর্থাৎ কাৰ্য্যকারণ-সম্বন্ধে তাদের জানা। এই জানা-মানুষকে বলে আচার্য্য। আচাৰ্য্যকে ধ'রে, তাঁকে ভালবেসে, তাঁর কথা মত কাজ ক'রে অন্যেও ব্রাহ্মণ হতে…
কাউকে অনুসরণ করে বা কোন বিষয়ের প্রতি আসক্ত হয়ে তাতে রঞ্জিত হয়ে ওঠাই তার প্রতি বা সেই বিষয়ের প্রতি অনুরাগ।
পূজা মানে সম্বর্দ্ধনা। শুধু নিরিবিলি মূর্তি বা পটের সামনে ফুল-বিল্বপত্র দিয়ে মন্ত্রপাঠ করলে পূজা হয় না। গুরু ও গণের অর্থাৎ পারিপার্শ্বিকের বাস্তব সম্বর্দ্ধনা যাতে হয়, তাই করা চাই। তাতে শান্তি সুনিশ্চিত।
উদ্দেশ্য হল being and becoming ( বাঁচাবাড়া )। এটা depend ( নির্ভর ) করে Ideal-এ ( আদর্শে ) surrender ( আত্মসমর্পণ ) এর উপর। এই surrender ( আত্মসমর্পণ ) এর…
সুকর্ম্ম তাই, যাতে মানুষের সু অর্থাৎ ভাল হয়। সত্তাপোষণী যা কিছু চিন্তা, ব্যবহার তাই সুকর্ম্ম। যদি এমন কোন অসৎ কর্ম্ম থাকে, যা দিয়ে লোকের কল্যাণ হয়, তাও সুকর্ম্ম। এর বিপরীত…
সূৰ্য্যের প্রত্যেকটা কিরণের স্বার্থই সূৰ্য্য। সূৰ্য্য যদি ঢাকা পড়ে, তাহ'লে কিরণেরই অস্তিত্ব থাকে না। তেমনি জীবনে পরিপূরণী শ্রেয় কাউকে ধরতে হয়। আর, যা-কিছু করতে হয়, তাঁরই স্বার্থের জন্য। তাঁকে উপচয়ী…