সুখ-দুঃখ কি ভগবানই আমাদের দেন?
ভগবান মানুষকে সুখও দেন না, দুঃখও দেন না। মানুষ যেমন করে, যেমন চায়, তেমনি পায়। দুঃখ যাতে পেতে হয়, তেমনভাবে চলে মানুষ মুখে-মুখে যদি সুখ চায় এবং সুখ না পাওয়ার…
ভগবান মানুষকে সুখও দেন না, দুঃখও দেন না। মানুষ যেমন করে, যেমন চায়, তেমনি পায়। দুঃখ যাতে পেতে হয়, তেমনভাবে চলে মানুষ মুখে-মুখে যদি সুখ চায় এবং সুখ না পাওয়ার…
ইষ্ট হচ্ছেন তিনি যাঁর কাছে আমি দীক্ষা নিয়েছি। আমার আচার্য্য, guide(চালক), আমি যাঁর ধ্যান করি। তিনি মঙ্গল অনুধ্যানপরায়ণ। মানুষের যাতে সর্ব্বতোভাবে ভাল হয় তাই তিনি করেন।
ভগবান মানে ভজনবান। যিনি মূর্ত্ত ভগবান, তিনি ভক্ত। তিনি আর টের পাননা যে তিনি ভগবান - যদিও তিনিই তাঁর আসন। লোকে তাঁকে কয় অমনতর। সেইজন্য আছে - নাহং তিষ্ঠামি বৈকুন্ঠে…
পুরুষোত্তম হলেন fulfiller the best (সর্ব্বোত্তম পরিপূরক)। তাই আদর্শ হিসাবে পুরুষোত্তমই শ্রেষ্ঠ এবং গ্রহণীয়।
মহাপুরুষ মানে fulfiller the great (মহান পরিপূরক)। মাহাপুরুষের পূরয়মান হওয়া চাই।
যুগের শ্রেষ্ঠ পূরণকারী পুরুষকে যুগপুরুষোত্তম বলা হয়। তাঁরা হচ্ছেন পরমাত্মার দেহী প্রকাশ। যুগের উপযুক্ত হয়ে তাঁরা যুগে যুগে নরলীলায় অবতীর্ণ হন। বর্তমান যুগপুরুষোত্তমের মধ্যে পূর্ব্বতন সকলকেই সার্থকভাবে পাওয়া যায়।
"পরমকারুণিক যিনি, পরম-উৎস যিনি, তাঁরই উৎসৃষ্ট আমি। তাঁরই একটি কিরণ তুমি, একটি কিরণ আমি, একটি কিরণ এই ছায়াপথ, ঐ তারা, ঐ সব।