Dharmakatha.org the root of being & becoming তাঁর কৃপাবাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না ! আমি বুঝি - ঐ পাল তুলে দেওয়ার মধ্যে আছে, আমাদের করণীয় যা তা' করার কথা, তাঁর পালন-উচ্ছল হ'য়ে চলার কথা । না করলে কিছু হয়টয় না বাপু ! তুমি যত বড় বিদ্বানই হও আর তোমার ছেলের প্রতি তুমি যত সদয়ই হও, তোমার বিদ্যাটাকে কি তার মধ্যে ঢুকিয়ে দিতে পার? যদি সে তোমার প্রতি উন্মুখ না হয় এবং বিদ্যার্জ্জনের জন্য যা'-যা’ করণীয় তোমার কথামত তা’ না করে ? তাহ'লেই বোঝ --- পরমপিতা তাঁর অফুরন্ত দয়ার ভাণ্ডার নিয়ে কতখানি কী করতে পারেন আমাদের। ➔ তোমাদের থাকাটা যাতে পাকা হয়, বালুর বাঁধের মতো তা’ যাতে ধ্ব’সে যেতে না পারে, সেইজন্যই তো প্রচলিত ভ্রান্তির আবরণ আমার খুলে দিতে ইচ্ছা করে। পরমপিতার দয়া তো আছেই, তা' না হলে তুমি, আমি আছি কি ক'রে, আমাদের অস্তিত্ব সম্ভব হ'লো কী করে? সেই দয়ার দোহাই দিয়ে তাঁর দিকে পিছন ফিরে আমরা যদি অজ্ঞতা ও মূঢ়তার সেবা করতে থাকি, তাঁর দিকে উন্মুখ না হই, আমাদের বৈশিষ্ট্যঅনুযায়ী তম্মুখী চলনে যদি না চলি, তবে তাঁর দয়ার দরিয়ার মধ্যে ডুবে থেকেও তো তার একবিন্দুও আমরা গ্রহণ করতে পারব না। তাই এত করে বলা, এত করে সাবধান করে দেওয়া । Education | শিক্ষা Marriage | বিবাহ Agriculture & Industry | কৃষি ও শিল্প Health & Wealth | স্বাস্থ্য ও সম্পদ Books Mahabharat Satyanusaran QNA Meditation | ধ্যান